ভারত সফরে মেসির আয় কত
লিওনেল মেসির তিন দিনের ভারত সফর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল আকাশচুম্বী উন্মাদনা। তবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সেই আনন্দকে ম্লান করে দিয়েছে। এই সফর নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার মধ্যেই এখন সামনে এসেছে আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরের জন্য লিওনেল মেসিকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে প্রায় ৮৯ কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি ৪ লাখ টাকার সমান।
পুরো সফরটির পেছনে মোট ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি, যার মধ্যে ১১ কোটি রুপি ভারত সরকারকে কর হিসেবে পরিশোধ করা হয়েছে। আয়োজকদের দাবি, এই খরচের বড় অংশ এসেছে বিভিন্ন স্পন্সর ও টিকিট বিক্রির মাধ্যমে। তবে এরই মধ্যে প্রধান আয়োজক শতদ্রু দত্তের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যেখানে ২০ কোটি রুপির বেশি অর্থ জমা রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
বিপুল পারিশ্রমিক পেলেও এই সফর নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না বিশ্বকাপজয়ী এই তারকা। বিশেষ তদন্ত দল (এসআইটি) জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে দর্শকরা বারবার মেসিকে স্পর্শ করার চেষ্টা করলে তিনি চরম বিরক্তি প্রকাশ করেন।
এছাড়াও প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের মাঠে বিশেষ সুবিধা দেওয়া এবং দর্শকদের ভাঙচুরের কারণে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়লে মেসি নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার জেরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সল্টলেক স্টেডিয়ামের সেই বিশৃঙ্খলার ঘটনায় বর্তমানে তদন্ত চলছে।