মেসির ভারত সফরে বিশৃঙ্খলা, ৫০ কোটি রুপির মানহানির মামলা সৌরভ গাঙ্গুলীর
ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় নাম জড়ানোয় আইনি পদক্ষেপ নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট উত্তম সাহার বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছেন তিনি।
কলকাতার লালবাজারে করা অভিযোগে সৌরভ গাঙ্গুলি উল্লেখ করেন, উত্তম সাহা তার বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। প্রকাশ্যে তিনি সৌরভের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেন সাবেক এই ক্রিকেট অধিনায়ক।
অভিযোগপত্রে সৌরভ স্পষ্ট করে বলেন, গত ১৩ ডিসেম্বর তিনি ওই অনুষ্ঠানে কেবল একজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেসির অনুষ্ঠান আয়োজন বা ব্যবস্থাপনার সঙ্গে তার কোনো ধরনের আনুষ্ঠানিক সংযোগ ছিল না।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সেদিন সল্ট লেক স্টেডিয়ামে মাত্র ২০ মিনিট অবস্থান করেন লিওনেল মেসি। তবে রাজনৈতিক নেতা ও অভিনেতাদের ভিড়ে সাধারণ দর্শকরা তাকে ঠিকভাবে দেখতে না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে দর্শকদের একাংশ সিট উপড়ে ফেলে, বোতলসহ বিভিন্ন বস্তু ছোড়ে, মাঠে ঢুকে পড়ে এবং মঞ্চ ভাঙচুর করে। পুরো পরিস্থিতি দ্রুতই বিশৃঙ্খল হয়ে ওঠে।
উত্তম সাহা দাবি করেন, ওই ইভেন্টে শতদ্রু ম্যানেজমেন্টের মধ্যস্থতাকারী হিসেবে সৌরভ গাঙ্গুলি ভূমিকা পালন করেছিলেন। তবে সৌরভের পক্ষ থেকে এ দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। এ ঘটনায় সৌরভের আইনি টিম ইতোমধ্যে উত্তম সাহাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। নোটিশে মানহানিকর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।