ফিফা ‘দ্য বেস্ট’ জিতলেন দেম্বেলে
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে ক্যারিয়ারের সেরা সময়টা গত মৌসুমেই কাটিয়েছেন ফরাসী তারকা উসমান দেম্বেলে। ‘কোয়াড্রুপল’ জিতে কিছুদিন আগে জিতেছেন ব্যালন ডি'অর। প্রত্যাশিতভাবে এবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ফিফা 'দ্য বেস্ট'ও জিতে নিলেন এই ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় অবস্থিত ফেয়ারমন্ট কাতারা হলে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীর হাতে। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল কাপ ম্যাচের আগের দিনই তার হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।
বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের মতো ফুটবলারদের পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন দেম্বেলে। গত সেপ্টেম্বরে ব্যালন ডি'অরের মতোই এবারও 'দ্য বেস্ট' পুরস্কারের দৌড়ে তিনি ছিলেন নিরঙ্কুশ ফেভারিট, আর কাতারে কোনো চমক দেখা যায়নি।
এই পুরস্কার মূলত দ্যাম্বেলের ক্যারিয়ারের সেরা বছরকেই স্বীকৃতি দিল, একই সঙ্গে পিএসজির ইতিহাসেরও অন্যতম সফল সময়। লুইস এনরিকের অধীনে পিএসজি এখন ইতিহাসের দ্বারপ্রান্তে। বুধবার ফ্ল্যামেঙ্গোকে হারাতে পারলে তারা জিততে পারে মৌসুমের ষষ্ঠ শিরোপা বা 'সেক্সটুপল', যা আগে কেবল পেপ গার্দিওলার বার্সেলোনা (২০০৮–০৯) ও হান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখ (২০১৯–২০) অর্জন করতে পেরেছিল।
মজার বিষয় হলো, এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ লুইস এনরিকই, যার সঙ্গে এক সময় দেম্বেলের সম্পর্ক ছিল চরম টানাপোড়েনের। ২০২৪–২৫ চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে আর্সেনালের বিপক্ষে ম্যাচে তাকে দল থেকেই বাদ দিয়েছিলেন এনরিকে। তবে পরে দেম্বেলেকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর সিদ্ধান্তই বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। সেই সিদ্ধান্তই তাকে এনে দেয় ব্যালন ডি'অর ও ‘দ্য বেস্ট’ দুটোই।
গত মৌসুমে দেম্বেলে করেন ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। তার অবদানে পিএসজি জেতে ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, পাশাপাশি লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। এবার লক্ষ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ যেখানে তারা লড়বে কোপা লিবের্তাদোরেস জয়ী ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে।
চলতি মৌসুমে অবশ্য ইনজুরি দেম্বেলের ছন্দে বাধা দিয়েছে। ৬ সেপ্টেম্বর ডান হ্যামস্ট্রিংয়ে এবং ৫ নভেম্বর কাফে চোট পাওয়ায় সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলতে পেরেছেন মাত্র ১২ ম্যাচ। তাতে করেছেন ৩ গোল ও ১টি অ্যাসিস্ট।
দেম্বেলের পাশাপাশি ‘দ্য বেস্ট’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), পেদ্রি (বার্সেলোনা/স্পেন), রাফিনহা (বার্সেলোনা/ব্রাজিল), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), মোহাম্মদ সালাহ (লিভারপুল/মিসর), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল) ও কোল পালমার (চেলসি/ইংল্যান্ড)।
অন্যদিকে, টানা তৃতীয়বারের মতো মেয়েদের তালিকায় ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।