২০২৬ ফিফা বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি
আগামী বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিকিটের চাহিদা রীতিমতো আকাশছোঁয়া। গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া টিকিটের প্রাথমিক আবেদনের প্রথম পর্বেই ২৪ ঘণ্টায় জমা পড়ে প্রায় ১৫ লাখ আবেদন। সময় যত গড়াচ্ছে, বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিট কেনার উন্মাদনাও।
দ্বিতীয় পর্বের আবেদনে সেই চিত্র আরও স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় ফিফার কাছে প্রায় ৫০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ থাকলেও, এত বিপুল চাহিদা আয়োজক সংস্থা ফিফাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
ফিফা জানিয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা ৪৮ দলের প্রথম বিশ্বকাপের টিকিটের জন্য তাদের ওয়েবসাইটে ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে।
এদিকে টিকিটের দাম নিয়ে সমালোচনাও চলছে। ফিফার কাছে টিকিটের মূল্য কমানো এবং টিকিট বরাদ্দ ও বিক্রি প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। তাদের দাবি, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম প্রায় পাঁচ গুণ বেশি।
ফিফার তথ্যমতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে কলম্বিয়া ও পর্তুগালের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে, মায়ামিতে এই ম্যাচটি হবে ২৭ জুন।। এ ছাড়া ব্রাজিল–মরক্কো (১৩ জুন), মেক্সিকো–দক্ষিণ কোরিয়া (১৮ জুন), স্কটল্যান্ড–ব্রাজিল (২৪ জুন) এবং ইকুয়েডর–জার্মানি (২৫ জুন) ম্যাচগুলোর প্রতিও সমর্থকদের আগ্রহ তীব্র।
আয়োজক তিন দেশ ছাড়াও কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা টিকিট আবেদনের শীর্ষে রয়েছে।