বার্নাব্যুতে রিয়ালের বিভীষিকাময় রাত, ৩ লাল কার্ডে সেল্টার ভিগোর কাছে হার
সান্তিয়াগো বার্নাব্যুতে এক বিভীষিকাময় রাত পার করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে ৩ লাল কার্ডে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে তারা। এই হারে লা লিগা শিরোপার দৌড়ে ৮ পয়েন্টে পিছিয়ে গেল তারা। এই হারটি রিয়ালের জন্য ঐতিহাসিক লজ্জার। ২০০৬ সালের পর এই প্রথম বার্নাব্যু জয় করল সেল্টা ভিগো। আর ২০১৪ সালের পর লা লিগাতেও এটিই রিয়ালের বিপক্ষে তাদের প্রথম জয়।
ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের নিয়ন্ত্রণেই ছিল। বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জাল ভেদ করতে পারছিল না ভিনিসিয়ুস-এমবাপ্পেরা। উল্টো ২৪ মিনিটে চোট নিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও মাঠ ছাড়লে রক্ষণভাগে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়।
৫৩ মিনিটে উইলিয়ট সুইডবার্গের গোলে লিড নেয় সেল্টা। পিছিয়ে পড়া রিয়ালের জন্য পরিস্থিতি আরও খারাপ হয় ৬৪ মিনিটে। দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া, ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। মাঠে না নামলেও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখতে হয় ব্রাজিল ফরোয়ার্ড এনদ্রিককেও। কোচ শাবি আলনসোও দেখেন হলুদ কার্ড। রিয়াল যখন নয় জনের দলে, তখনই পাল্টা আক্রমণে সোয়েডবার্গ আবার গোল করে ব্যবধান বাড়িয়ে দেন।
এই হারে লা লিগায় শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়বঞ্চিত থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বার্সেলোনা।