০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার: বিশ্বকাপের ড্র'তে অংশ নিবে ইরান

ইরান ফুটবল দল  © সংগৃহীত

ভিসা জটিলতার কারণে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ইরান। তবে নিজেদের সেই সিন্ধান্ত প্রত্যাহার করে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে তারা। আজ (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১ টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ‘ড্র’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

এর আগে দেশটির ফুটবল ফেডারেশন থেকে বলা হয়েছিল, আবেদনকৃত পূর্ণ সদস্য ভিসা না পেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ড্র’ অনুষ্ঠানে অংশ নেবে না ইরান।বিশ্বকাপে অংশগ্রহণকারী দল হিসেবে ড্রয়ে উপস্থিত থাকার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন ইরানি ফুটবল ফেডারেশনের ৯ জনের একটি প্রতিনিধি দল। এদের মধ্যে ভিসা দেওয়া হয়েছিল মাত্র চারজনের।

আরও পড়ুন:বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা রেখেই দিলেন লিও মেসি

তাৎক্ষণিক ভিসা রিজেক্ট হওয়ার বিষয়টি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অবহিত করেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। এরপরই ভ্রমন নিষেধাজ্ঞায় শিথিলতা আনে যুক্তরাষ্ট্র। তাতে শুক্রবারের মহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন ইরানের প্রতিনিধিরা।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জুনে ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল, যার মধ্যে ইরানও রয়েছে। তবে বড় ক্রীড়া ইভেন্ট যেমন বিশ্বকাপ, অলিম্পিকের অ্যাথলেট, কোচ বা প্রয়োজনীয় সদস্যদের বিশেষ ছাড়ের কথা বলা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ছাড়াও ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। এবারের আসর প্রথমবারের মতো ৪৮ দলের মধ্যে অনুষ্ঠিত হবে।