লাতিন ফুটবলের সঙ্গে পরিচয়ের সুযোগ বাংলাদেশের ফিউচার স্টারদের
বহুল প্রতীক্ষিত 'এএফবি লাতিন বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর)। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের দল সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। টুর্নামেন্টের অপর দল হলো আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব।
টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার রিজেন্সি হোটেলে অংশগ্রহণকারী তিন দলকে নিয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগতিক রেড গ্রিন ফিউচার স্টার ক্লাবের হেড কোচ ইমরুল কায়েস দল নিয়ে আশাবাদী হলেও তারুণ্যের প্রতি আস্থা রেখে লক্ষ্য স্থির করেছেন শেখার দিকে। তিনি জানান, 'এই দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা দলের ১৯ জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী ৪ জন ফুটবলারও রয়েছেন।'
বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ এস এম ইমরুল হাসান বলেন, 'ব্রাজিল ও আর্জেন্টিনার এই দল দুটি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে লাতিন ফুটবলের সাথে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুন একটা সুযোগ। আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি। আমরা যতোটা ভালো করতে পারি সেই লক্ষ্য থাকবে।'
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, যুক্তরাষ্ট্রপ্রবাসী বিতোশোক চাকমা, তার রোমাঞ্চের কথা প্রকাশ করেন। তিনি বলেন, 'এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব শিহরিত। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব দুই ম্যাচেই। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো।'
অন্যদিকে, লাতিন আমেরিকার দুই দলই টুর্নামেন্ট জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এই টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তুত। সেরা ফুটবলার নিয়ে আমাদের এই দলটি করা হয়েছে।' একই প্রত্যয় নিয়ে দলটির একজন ফুটবলার বলেন, 'এখানে আসতে পেরে ভালো লাগছে। আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য তৈরি আছি। আশা করছি চ্যাম্পিয়ন হতে পারবো।'
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে ব্রাজিলের কোচ লিওনার্দো বলেন, 'আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।' তিনি আরও যোগ করেন যে, 'বাংলাদেশে আসার আগে আমরা বাংলাদেশের ফুটবল সম্পর্কে ইউটিউবে জানার চেষ্টা করেছি। বাংলাদেশ ভালো দল। তাই শুধু আর্জেন্টিনা নয়, বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ কঠিন হবে।'
ব্রাজিল দলের গোলকিপার ড্যানিয়েল বলেন, 'আমরা এখানে এসেছি আমাদের স্কিল দেখিয়ে চ্যাম্পিয়ন হতে। আর্জেন্টিনাও এই টুর্নামেন্ট জয়ের জন্য এসেছে। তাই আমরা জানি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।'
আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরু করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'ফুটবল ফেডারেশন আমাদের অনেক সাহায্য করেছে এই টুর্নামেন্টের জন্য। বাফুফে সভাপতি, সহ সভাপতি, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ দিতে চাই। জাতীয় ক্রীড়া পরিষদকেও ধন্যবাদ দিতে চাই। সবাই আমার পাশে না থাকলে এই ইভেন্ট করা হতো না।'
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনলাইনের পাশাপাশি ম্যাচের দিন স্টেডিয়ামের গেট থেকেও দর্শক টিকিট সংগ্রহ করতে পারবেন। লাতিন বাংলা সুপার কাপের সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর ব্রাজিল (সাও বার্নার্দো) বনাম বাংলাদেশ (রেড গ্রিন ফিউচার স্টার), ৮ ডিসেম্বর আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চার্লোন) বনাম বাংলাদেশ (রেড গ্রিন ফিউচার স্টার) এবং ১১ ডিসেম্বর ব্রাজিল (সাও বার্নার্দো) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চার্লোন) মুখোমুখি হবে।