সেমিফাইনালের আগেই দেখা হচ্ছে না গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা-ফ্রান্সের
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালের আগে মুখোমুখি হবে না র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী এভাবেই সাজানো হচ্ছে ড্রয়ের পাথওয়ে। ফলে সেমিফাইনালের আগেই দেখা হচ্ছে না গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সের।
আগামীকাল ৫ ডিসেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত মূলপর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি ৬ দল নির্ধারিত হবে আগামী মার্চের প্লে-অফে।
পটভাগ ও ড্রয়ের নিয়ম
ড্রয়ের জন্য ৪৮ দলকে চারটি পটে ভাগ করা হয়েছে—প্রতি পটে ১২টি করে দল রয়েছে। পট–১ এ রয়েছে স্বাগতিক তিন দেশসহ বিশ্বসেরা দলগুলো। অন্য পটগুলোতেও আছে নানা মহাদেশের শক্তিশালী দল।
ড্রয়ের নিয়ম অনুযায়ী,
- একই কনফেডারেশনের দুই দল একই গ্রুপে পড়বে না (ইউরোপ ব্যতীত)।
- ইউরোপ থেকে ১৬ দল থাকায় প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুইটি ইউরোপীয় দল থাকতে পারবে।
- তিন আয়োজক দেশের গ্রুপ ঠিক করা আছে। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’, যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে।
বিশ্বকাপ ড্রয়ের চার পট
পট ১:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি
পট ২:
ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
পট ৩:
নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা
পট ৪:
জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউ জিল্যান্ড, ইউয়েফা প্লে-অফ ১ ও ২, ইউয়েফা প্লে-অফ ৪, ফিফা প্লে-অফ ১ ও ২