লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ
ভারতের বিপক্ষে স্বপ্নময় অভিযাত্রার সূচনা যেন লিখে দিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসে খেলার মাত্র ১১তম মিনিটেই লাল-সবুজ শিবিরে বয়ে আসে আনন্দের প্রথম ঝলক। রাকিবের দৌড়ে কেঁপে ওঠে ভারতের রক্ষণদেয়াল। তার ক্ষিপ্রগতির সামনে যেন স্থবির হয়ে পড়েছিল সফরকারীরা। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে স্বাগতিকদের লিড এনে দেন শেখ মোরসালিন। বাঁ প্রান্ত থেকে রাকিবের বাড়ানো পাস থেকে সফরকারীদের পাঁচ জনকে ফাঁকি দিয়ে গোলকিপার সান্দুর সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন।
অবশ্য ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ। শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। কোনো সুযোগই তৈরি করতে পারেনি ভারত।
ম্যাচের ৩৪তম মিনিটে হঠাৎই উত্তাপ ছড়িয়ে পড়ে। সাইডলাইনের ধারে বল দখলের লড়াইয়ে তপু বর্মনকে ধাক্কা দেন বিক্রম প্রতাপ। সেই মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা দ্রুত জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। চোখের পলকে ৮-১০ জন ফুটবলার এক উত্তেজনাপূর্ণ গুঁতাগুঁতিতে মেতে ওঠেন। পরিস্থিতি শান্ত করতে তপু ও বিক্রম উভয়কেই হলুদ কার্ড দেখান রেফারি।
মাঝে অবশ্য গোলকিপার মিতুলের ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল স্বাগতিকরা। তবে ত্রাতা হয়ে দাঁড়ান হামজা। দুর্দান্ত এক হেডে মুহূর্তেই ক্লিয়ার করেন ভারতীয় খেলোয়াড়ের ক্রস।
ম্যাচের ৩৭তম মিনিটে পরপর দুটি কর্নার পেলেও কোনো সুযোগকে কাজে লাগাতে পারেনি ভারত। দ্বিতীয় কর্নার থেকে করা হেডটি চোখের পলকে দারুণভাবে ফিরিয়ে দেন রাকিব হোসেন।
৪৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শক্তিশালী শটে গোলের খোঁজ করেন হামজা। তবে অল্পের জন্য বলটি পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষমেশ লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।