'ভালো ছেলে' হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে লাল কার্ড দেখলেন রোনালদো, বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়
আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ‘ভালো ছেলে’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠে নেমে সে প্রতিশ্রুতি রাখতে পারলেন না তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো পর্তুগিজ এই তারকাকে।
ঘটনার সূত্র আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচে। লিসবনে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পায় পর্তুগাল। কিন্ত গোলটি আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে, যোগ করা সময়ে । রুবেন নেভেসের গোলের পর আইরিশ ডিফেন্ডার জ্যাক ও’ব্রায়েনের মুখের কাছে উদ্যাপন করেছিলেন রোনালদো। সেই ঘটনার জেরে আজকের ম্যাচে এভিভা স্টেডিয়ামে আইরিশ দর্শকদের দুয়ো শোনার প্রস্তুতি আগেই নিয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে রোনালদো বলেছিলেন, ‘স্টেডিয়ামে আমাকে দুয়ো দেওয়া হবে, আমি এতে অভ্যস্ত। এতে দলের অন্য খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমে।’ এরপর তিনি মুচকি হেসে যোগ করেন, ‘শপথ করছি, আমি ভালো ছেলেটি হয়ে থাকার চেষ্টা করব।’
কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। বৃহস্পতিবার রাতে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন এই ৪০ বছর বয়সী তারকা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও হেরেছে পর্তুগাল, ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোল হজম করে রর্বাতো মার্টিনেজের দল। বিরতির আগ মুহূর্তে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই পর্তুগালের ম্যাচে ফেরার আশা কার্যত শেষ হয়ে যায়।
আন্তর্জাতিক অঙ্গনে ২২৬ ম্যাচ খেলা রোনালদোর এটি প্রথম লাল কার্ড। তবে ক্লাব ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে ১২ বার লাল কার্ড দেখেছেন, এক হাজারেরও বেশি ম্যাচে খেলেও।
ক্যারিয়ারের প্রথম এই লাল কার্ডে বড় বিপাকেই পড়তে পারেন রোনালদো। লাল কার্ড দেখায় দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। সেক্ষেত্রে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে পারবেন না তিনি। দল বিশ্বকাপে গেলেও মিস করতে পারেন প্রথম ম্যাচ।
এই হারের ফলে পর্তুগালের ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার পথ জটিল হয়ে পড়েছে। হাঙ্গেরির বিপক্ষে আগের ম্যাচে জয় পেলে টিকিট নিশ্চিতই হয়ে যেত। তবে রোনালদোর জোড়া গোলেও পরও ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জিতলেই পর্তুগালের বিশ্বকাপে চলে যেত। কিন্তু তা আর হলো না।
গ্রুপের শেষ ম্যাচে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে পর্তুগাল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির বিপক্ষে জিততে পারলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। কিন্তু রোনালদো লাল কার্ড পাওয়ায় ওই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। পর্তুগাল হারলে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে হাঙ্গেরি জিতলে রোনালদোর বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় দেখা দিতে পারে।