ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। কাতারে অনুষ্ঠিত যুবা বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্স অনূর্ধ্ব–১৭ দলকে ১–০ গোলে হারিয়েছে তারা। ইউরোপের পরাশক্তিকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে গৌরবময় অধ্যায় রচনা করেছে আফ্রিকার এই দলটি এবং একই সঙ্গে নিশ্চিত করেছে পরের রাউন্ডের টিকিট।
গ্রুপ ‘কে’-এর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তিনটি ম্যাচ শেষে ফ্রান্স, উগান্ডা, কানাডা ও চিলি, চার দলেরই সমান ৪ পয়েন্ট হয়। ফলে পরের পর্বে যাওয়ার সমীকরণে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সব দলই এক জয়, এক হার ও এক ড্র করে গ্রুপপর্ব শেষ করে। গোল ব্যবধানে (+১) এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, মুখোমুখি লড়াইয়ে উগান্ডাকে হারানোয় দ্বিতীয় স্থানে থাকে কানাডা, আর গোল ব্যবধান শূন্য হলেও সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নক-আউট পর্বে জায়গা করে নেয় উগান্ডা।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোখে চোখ রেখে লড়েছে উগান্ডা। দৃঢ় রক্ষণভাগ ও ভয়ডরহীন আক্রমণাত্মক খেলার মিশ্রণে তারা পুরো ম্যাচজুড়ে ফরাসিদের চাপে রাখে। ম্যাচের ১৫ মিনিটেই আসে ঐতিহাসিক গোল। উগান্ডার জেমস বোগেরে ডি-বক্সের ভেতর থেকে বাঁকানো এক শটে বল পাঠান জালে। সেই একমাত্র গোলেই জয় পায় উগান্ডা। আফ্রিকার দেশটির ফুটবল ইতিহাসে এটি এক ঐতিহাসিক অর্জন হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে গ্রুপপর্ব শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল অনূর্ধ্ব–১৭ দলও দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে। তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে গ্রুপসেরা হয়েছে আর্জেন্টিনা, আর দুই জয় ও এক ড্রয়ে শীর্ষে থেকেছে ব্রাজিল।