০৮ নভেম্বর ২০২৫, ১৯:৫৪

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে

ভারত-বাংলাদেশ ম্যাচ   © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এখনো জয়হীন থেকে দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে বাংলাদেশ। ৪ ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়া হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের সামনে এবার ঘরের মাঠে ভারতের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ। আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হবে প্রতিবেশী দেশটি।

মূল পর্বে খেলার আশা শেষ হলেও এই ম্যাচকে ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। দর্শকদের আগ্রহের সুযোগ নিয়ে টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন সাধারণ গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা, যা নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

এর আগে ঘরের মাঠে জুনে সিঙ্গাপুর ও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর (সোমবার) দুপুর ২টা থেকে, অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট-এর মাধ্যমে।  এ ছাড়া ক্লাব হাউস-১-এ ৫ হাজার, ক্লাব হাউস-২-এ ৩ হাজার, ভিআইপি-২-এ ৪ হাজার, ভিআইপি-৩-এ ৩ হাজার, রেড বক্সে ৬ হাজার, কর্পোরেট বক্সে ৮ হাজার, স্কাই বক্সে ৮ হাজার ও স্কাই ভিউতে ৭ হাজার টাকা লাগবে। 

এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে। সাধারণ গ্যালারির দাম ৩০০ টাকা ও ক্লাব হাউস-২ গ্যালারির দাম ১,০০০ টাকা রাখা হলেও দর্শকদের আগ্রহ তুলনামূলক কম।

গত মার্চে ভারতের বিপক্ষেই বাছাইপর্বের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়, যদিও সুযোগ নষ্টের কারণে জয় পায়নি ক্যাবরেরার দল। ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হয়।

এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে পরপর দুই হারের পর হংকংয়ের মাঠে ড্র করে বাংলাদেশ। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয়স্থানে তারা। যদিও ফলাফলে হতাশা আছে, মাঠে দলের লড়াকু মনোভাব এবং ফুটবলের জনপ্রিয়তা—দুটিই দেশজুড়ে নতুন উদ্দীপনা ছড়াচ্ছে।

একনজরে ভারত ম্যাচের টিকিটের মূল্য:

সাধারণ গ্যালারি: ৫০০ টাকা

ক্লাব হাউস-১: ৫,০০০ টাকা

ক্লাব হাউস-২: ৩,০০০ টাকা

ভিআইপি-২: ৪,০০০ টাকা

ভিআইপি-৩: ৩,০০০ টাকা

রেড বক্স: ৬,০০০ টাকা

স্কাই ভিউ: ৭,০০০ টাকা

কর্পোরেট বক্স: ৮,০০০ টাকা

স্কাই বক্স: ৮,০০০ টাকা