০৫ নভেম্বর ২০২৫, ১২:৪০

যে কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ  © সংগৃহীত

নভেম্বরের আন্তর্জাতিক সফরে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচের জন্য মার্টিনেজকে দলে নিচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও জানা গেছে, তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন কোচ স্ক্যালোনি। স্ক্যালোনি বলেন, ‘তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার জন্যই মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। এই সফরে গোলপোস্টে দেখা যেতে পারে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজকে। দলে আছেন জেরোনিমো রুলি ও রেসিং ক্লাবের তরুণ গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকোর বিপক্ষে অভিষেক করেছেন।

তবে বিশ্রামে থাকলেও ২০২৬ বিশ্বকাপের জন্য প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই মার্টিনেজকে বিবেচনা করছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। তরুণদের সুযোগ দিতে আপাতত সাময়িক ছুটি দেওয়া হয়েছে অ্যাস্টন ভিলার এই নির্ভরযোগ্য গ্লাভসম্যানকে।