০২ নভেম্বর ২০২৫, ২১:১১

এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইয়ামালের বান্ধবী

বান্ধবীর সঙ্গে লামিনে ইয়ামাল   © সংগৃহীত

লামিন ইয়ামাল তার বান্ধবী আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে শনিবার (১ নভেম্বর) খবর প্রকাশিত হয়। ‘আরটিভিই কাতালুনিয়া’-র সাংবাদিক জাভিয়ার দে হোয়োসকে ইয়ামাল নিশ্চিত করেছেন, তিন মাসের সম্পর্ক শেষ হয়েছে তাদের। 

তবে একদিন না যেতেই বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন ইয়ামালের বান্ধবী নিকি। স্প্যানিশ সাংবাদিক জর্দি মার্তিনকে তিনি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়ার পর থেকে ইয়ামালকে দেখেননি এবং তাদের বিচ্ছেদের কারণ কোনো অবিশ্বাস নয়। 

মূলত এল ক্লাসিকোর পর ইয়ামালকে ইতালির মিলানের একটি পার্টিতে ইতালীয় ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে দেখা যায়, যা নতুন সম্পর্কের গুঞ্জন সৃষ্টি করেছে। তবে নিকি অবিশ্বাসজনিত কোনো কারণে বিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন।

এ নিয়ে নিকি বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, লামিন আর আমি এখন আর একসঙ্গে নেই। বার্সেলোনা ছাড়ার পর থেকে আমরা একে অপরকে দেখিনি।’

নিকোল এ-ও জানালেন, বিচ্ছেদটা আসলে প্রকাশ করার কোনো পরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পরিস্থিতি আমাদের বাধ্য করেছে বিষয়টা নিশ্চিত করতে।’

সম্পর্কে কোনো প্রতারণা ছিল না বললেন নিকি। তার ভাষ্যমতে, ‘আমি নিশ্চিত করতে পারি, এখানে কোনো প্রতারণা ছিল না। যদি আমি এমন কিছুর শিকার হতাম, তাহলে আগের মতোই খোলাখুলিভাবে তা বলতাম।’