রাতে বার্সা-রিয়াল মহারণ
ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হচ্ছে। রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সান্তিয়াগো বার্নাব্যুতে গড়াবে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো।
এল ক্লাসিকো মানেই শুধু মাঠের লড়াই নয়, মানসিক চাপ, কথার যুদ্ধ আর হার না মানা প্রতিদ্বন্দ্বিতা। সবশেষ চার ম্যাচে রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ফলে কিছুটা ব্যাকফুটে থেকেই আজ নামছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে সবগুলোতেই বার্সার কাছে হেরে তিন ট্রফি হাতছাড়া করে তারা। তাই এবারের ক্লাসিকো লা লিগার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়েছে দুই শিবিরে। বার্সার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল রিয়ালকে বলেছেন ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’। জবাবে রিয়ালের দানি কারভাহাল জানিয়ে দিয়েছেন, ইয়ামালের কথায় তারা বিরক্ত।
রিয়াল মাদ্রিদ আজ নামছে প্রায় পূর্ণ শক্তিতে। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ সবাই ফিট এবং দারুণ ছন্দে আছেন। চোটের কারণে অনুপস্থিত শুধু আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা। অন্যদিকে বার্সেলোনার অবস্থা একেবারে উল্টো। দলে নেই লেভানডফস্কি, রাফিনিয়া, মার্ক টের স্টেগেন, গাভি, দানি অলমো ও কুন্দে। উপরন্তু নিষিদ্ধ হওয়ায় কোচ হ্যান্সি ফ্লিক ডাগআউটে থাকছেন না। এমন ম্যাচে কোচের তাৎক্ষণিক নির্দেশনা না পাওয়া কাতালানদের জন্য বড় ধাক্কা হতে পারে।
গত মৌসুমে বার্সার হাই লাইন ডিফেন্সের বিপরীতে রিয়ালকে থমকে দিয়েছিলেন ফ্লিক। এমবাপ্পে তখন একাই আটবার অফসাইডে পড়েছিলেন। এবারও ফ্লিকের সহকারীরা নতুন কি কৌশল প্রয়োগ করেন তাই দেখার বিষয়।