বাংলাদেশকে হোম ভেন্যু করল আফগানিস্তান, খেলবে হামজাদের সাথেও
আফগানিস্তান তাদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশকে। যুদ্ধবিধ্বস্ত দেশটি আগামী ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকার অভিষেক ঘটবে।
এর আগে আফগানিস্তান ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষেও একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচও খেলবে। ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়। বৃহস্পতিবার রাতে বাফুফে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ভেন্যু ও সময় ঘোষণা করেছে।
অন্যদিকে, ১৮ নভেম্বর বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচও খেলবে । যদিও বাংলাদেশ ইতোমধ্যেই বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে, বাকি আছে আরও দুটি ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী বছর মার্চে বাংলাদেশ সিঙ্গাপুরে গিয়ে শেষ ম্যাচটি খেলবে।
বাংলাদেশের মতো ভারতও বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে। তবুও দুই দেশের মর্যাদার লড়াই ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে ভালোই আগ্রহ। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পারা বাংলাদেশের জন্য হবে বাড়তি প্রস্তুতির সুযোগ।