১২ অক্টোবর ২০২৫, ১৮:৩০

মেসিদের ভারত সফর ঘিরে দুঃসংবাদ

আর্জেন্টিনা দল   © সংগৃহীত

আগামী ডিসেম্বরে লিওনেল মেসি ভারত সফরে আসছেন, এটা আগেই নিশ্চিত করেছিলেন তিনি। তবে এটা তার কোনো ব্যক্তিগত সফর নয়, পুরো আর্জেন্টিনা দলেরই ভারত সফরে আসার কথা রয়েছে। মূলত প্রীতি ম্যাচ খেলতেই দেশটিতে আসার কথা বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এবার সেই সফর নিয়ে শঙ্কা জেগেছে। 

ফিফা প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা। সেখানে এরই মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে লে আলবিসেলেস্তেরা। আগামী বুধবার (১৫ অক্টোবর) আরেক ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। 

অবশ্য, এই সফর শেষেও বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছে না মেসিরা। আগামী নভেম্বরেও দুটি প্রীতি ম্যাচ খেলবে কাতার বিশ্বকাপজয়ী দলটি। প্রথমটি অ্যাঙ্গোলার বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচটি ভারতে হওয়ার কথা। তবে টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ম্যাচের ভেন্যু পরিবর্তন হতে পারে।

জানা গেছে, ভারত সফর শেষমেশ না হলে সেই ম্যাচটি আফ্রিকায় হতে পারে। সেক্ষেত্রে মরক্কোর বিপক্ষে খেলতে পারে আর্জেন্টাইনরা। 

উল্লেখ্য, সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা। এবার দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছিল। তবে তা-ও এখন অনিশ্চিত।