১১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭

ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

আলভারেজের আক্রমণ  © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রীতি ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নিচ্ছে স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের হাড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নেমেছে মেসিরা। ভেনেজুয়েলা ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা।

৩১তম মিনিটে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই চাপ প্রয়োগ করে খেলছে আর্জেন্টিনা। বল পজেশনিংয়ে আর্জেন্টিনা ৭১ শতাংশ, ভেনেজুয়েলা ২৯।