জিদানের ছেলে খেলবেন আলজেরিয়ার জার্সিতে, কেন?
বাবা ও ছেলে, দুজনেরই জন্ম, বেড়ে ওঠা ও ফুটবলের পথে ছুটে চলা, সবই ফ্রান্সে। বাবা তো ফ্রান্সের ইতিহাসে তথা ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন। তবে জাতীয় দলের ক্ষেত্রে ছেলে ফিরে গেলেন তাদের পরিবারের শেকড়ে। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান খেলবেন আলজেরিয়ার হয়ে।
জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান শেকড়ের টানে বেছে নিলেন আলজেরিয়ার জার্সি। ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের পর ২৭ বছর বয়সী এই গোলরক্ষক আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন।
ফ্রান্সের মার্শেইয়ে জন্ম নেওয়া লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলের নিয়মিত মুখ ছিলেন। কিন্তু শেকড়ের টান এবং পরিবারের ঐতিহ্যই শেষ পর্যন্ত তাকে টেনে নিল দাদা-দাদির জন্ম ভূমিতে। আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে জয় পেলে আলজেরিয়া ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেবে, আর তখনই বাবার মতোই বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন লুকা।
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা। সিনিয়র দলে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে। এরপর লা লিগায় রায়ো ভায়েকানোর জার্সিতেও দেখা গেছে তাকে। ২০২২ সালে স্পেনের সেকেন্ড ডিভিশনে এইবারের হয়ে খেলার পর বর্তমানে গ্রানাডার গোলপোস্ট সামলাচ্ছেন তিনি।
জিদান পরিবারের শিকড় আলজেরিয়ার কাবাইলি অঞ্চলে। সেখান থেকেই আলজেরিয়ার হয়ে খেলার পথ তৈরি হয়েছে লুকার। আর এভাবেই বাবা-ছেলের নাম এবার ভেসে উঠল দুই ভিন্ন জার্সিতে।
জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার দুই গোল ফ্রান্স প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করে।