২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০

ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বার্সেলোনার

গোল করার পর বার্সার খেলোয়াড়দের উদযাপন   © সংগৃহীত

স্প্যানিশ ফুটবল লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সা ৩-১ গোলে হারিয়েছে রিয়াল ওভিয়েদোকে। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ওভিয়েদো। দ্বিতীয়ার্ধে ৩ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

ওভিয়েদোর মাঠে ম্যাচে তৃতীয় মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বক্সের বাইরে থেকে দানি ওলমোর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দশম মিনিটে ওভিয়েদোর গোলরক্ষকের দারুণ দক্ষতায় গোল বঞ্চিত হয় বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের ভলি রুখে দেন ওভিয়েদো গোলরক্ষক।

৩৩ মিনিটে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুলে গোল হজম করে বার্সেলোনা। সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় আলবাতো রেইনার পায়ে বল তুলে দেন গার্সিয়া। বল পেয়ে প্রায় ৪০ গজ দূর থেকে নিখুঁত শটে গোল আদায় করে নেন রেইনা। ১-০ গোলে এগিয়ে যায় ওভিয়েদো। এই লিড নিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ স্বাগতিকরা।

সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সেলোনা। এতে ৫৬ মিনিটে গোল পেয়ে যায় তারা। আরাউহোর পাসে বল জালে পাঠিয়ে বার্সাকে ম্যাচে ফেরান ডিফেন্ডার এরিক গার্সিয়া। ৭০ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে দারুণ হেডে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি।

লিড নিয়েও আক্রমণের ধার অব্যাহত রাখে বার্সেলোনা। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে হেডে গোল করে বার্সাকে ৩-১ গোলে লিড এনে দেন রোনাল্ড আরাউহো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান ২। ৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৮ পয়েন্ট।