২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

এক যুগ পর নতুন নাম পেল দেশের শীর্ষ ফুটবল লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ লোগো   © সংগৃহীত

প্রায় এক যুগ পর ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে এই লিগ পরিচিত হবে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই নতুন নাম অনুমোদন দেওয়া হয়।

২০০৭ সালে এএফসি’র পরামর্শে পেশাদার লিগের শুরু হয়েছিল। তখন লিগটির নাম ‘বি লিগ’ দিয়েছিল বাফুফে। তবে আন্তর্জাতিক অঙ্গনে ‘বি লিগ’ বলতে দ্বিতীয় স্তরের লিগ বোঝায়, এমন বিভ্রান্তি দূর করতে ২০০৮ সালে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ লিগ’ করা হয়। পরে ২০১১ সালে লিগটির নামকরণ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা এতদিন পর্যন্ত বহাল ছিল।

তবে ‘বিপিএল’ নামটি ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে মিল থাকায় স্বাভাবিকভাবেই ক্রীড়ামোদীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো। পাশাপাশি নতুন করে লিগের ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবেও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ নামটি চূড়ান্ত অনুমোদন পায়। নতুন নাম অনুযায়ী, লিগের লোগোতেও পরিবর্তন আসছে।

এদিকে মাত্র ২৪ ঘণ্টা আগে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় ক্লাব ও আয়োজকদের মধ্যে ব্যানার, বোর্ড ও অন্যান্য ব্র্যান্ডিং উপকরণ তৈরি নিয়েও হুড়োহুড়ি চলছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দেশের শীর্ষ পর্যায়ের এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

এবারের আসরে পৃষ্ঠপোষকতায়ও পরিবর্তন আসছে। গত কয়েক মৌসুমে বসুন্ধরা গ্রুপ প্রধান স্পনসর ছিল, তবে এবার নতুন স্পনসরের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাফুফের মার্কেটিং কমিটি। কিন্তু লিগ শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।