২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১

বিশ্বকাপ দেখতে প্রথম দফায় অর্ধ কোটি মানুষের আবেদন

ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট কেনার লটারিতে অংশ নিতে ৪৫ লাখের বেশি আবেদন করেছে। আবেদনকারীদের মধ্যে সংখ্যায় শীর্ষে রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডা থেকেও এসেছে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন।

৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা ‘প্রি-সেল’ পর্যায়ে শুধুমাত্র ভিসা ক্রেডিট কার্ডধারীরা আবেদন করতে পেরেছিলেন। আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে ইমেইলের মাধ্যমে জানাবে ফিফা। এরপর ১ অক্টোবর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা টিকিট কিনতে পারবেন।

বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের জন্য টিকিট বিক্রি হবে। গ্রুপ পর্বে টিকিটের মূল্য শুরু মাত্র ৬০ ডলার থেকে। প্রতি দর্শক সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন, তবে একটি ম্যাচে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। সময়সীমা পেলেও টিকিট পাওয়ার নিশ্চয়তা থাকবে না।

টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ, ‘আর্লি টিকিট ড্র’, শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এই পর্যায়ে টিকিট কেনার সুযোগ থাকবে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত। তৃতীয় ধাপ, ‘র‍্যান্ডম সিলেকশন ড্র’, শুরু হবে ৫ ডিসেম্বর, যেদিন ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে। এরপর টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে।

ফিফা ২ অক্টোবর থেকে একটি আনুষ্ঠানিক টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মও চালু করবে, যাতে কেউ চাইলে নিজের টিকিট অন্যদের কাছে বিক্রি করতে পারেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই সংখ্যা শুধু চমকপ্রদই নয়, এটি ফুটবলের প্রতি বিশ্বের ভালোবাসার প্রমাণ। এই বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড়, অন্তর্ভুক্তিমূলক ও রোমাঞ্চকর আয়োজন।‘

এর আগে ১১ সেপ্টেম্বর ফিফা জানিয়েছিল, মাত্র ২৪ ঘণ্টায় ২১০টি দেশ থেকে ১৫ লাখ আবেদন জমা পড়েছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের একই সময়ের তুলনায় তিন লাখ বেশি। সেই তালিকাতেও আবেদনসংখ্যায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।