১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯

‘পুঁচকে’ বলিভিয়ায় হোঁচট খেল ব্রাজিল

ব্রাজিল-বলিভিয়া ম্যাচ   © সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষটা সুখকর হলো না ব্রাজিলের। দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের শেষ ম্যাচে এসে বড় চমক দেখাল ‘পুঁচকে’ বলিভিয়া। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এল আলতো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় বলিভিয়া। এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পেল স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল তেরকোরেস। এতে ২০১৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে ব্রাজিলকে হারাল তারা।

লাতিন অঞ্চল থেকে কোন ৬ দল বিশ্বকাপে যাবে, তা আগেই নিশ্চিত হয়েছিল। ফলে, প্লে-অফের টিকেট পেতে বলিভিয়া ও ভেনেজুয়েলার মধ্যে লড়াই ছিল। একই সময়ে অন‍্য ম‍্যাচে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় ভেনেজুয়েলা। তাই আরেকবার বাছাইয়েই থেমে গেল তাদের স্বপ্ন। এতে আশা বেঁচে থাকল বলিভিয়ার।

এদিন শুরুর একাদশে বড় পরিবর্তন আনা ব্রাজিল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে বসে, ম্যাচের শেষ মিনিট পর্যন্তও এই গোল শোধ করতে পারেনি সেলেসাওরা। যদিও ম্যাচের প্রথম ৪০তম মিনিট পর্যন্ত আক্রমণই করতে পারেনি তারা। ধীরে ধীরে গুছিয়ে উঠলেও বলিভিয়ার রক্ষণভাগ ভাঙতেই পারেনি সেলেসাওরা।

এই হারে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ পরাজয়ে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকে বাছাইপর্ব শেষ করল ব্রাজিল। অন্যদিকে সমান ম্যাচে বলিভিয়ার সংগ্রহ ২০ পয়েন্ট।

লাতিন অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকেট পাওয়া ৬ দল হলো- আর্জেন্টিনা (৩৮), একুয়েডর (২৯), কলম্বিয়া (২৮), উরুগুয়ে (২৮), ব্রাজিল (২৮) ও প‍্যারাগুয়ে (২৮)।