০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

ফ্লাইট বাতিল, হোটেলেই আটকা জামাল ভূঁইয়ারা

বাংলাদেশ দল   © সংগৃহীত

নেপাল সফর শেষেও বৈরী পরিস্থিতির কারণে এখনও ঢাকায় ফিরতে পারেননি বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুর বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা হোটেলেই অবস্থান করছেন। নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করায় দলের ফেরার পরিকল্পনাও স্থগিত হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।

এদিকে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফের ব্যবস্থাপনা কমিটি। ঢাকায় নেপাল ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও রাখা হচ্ছে। এছাড়া নেপালে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, নেপালে চলমান রাজনৈতিক আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিয়েছে। 

দুর্নীতি, অর্থপাচার, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধের প্রতিবাদে গেল সোমবার থেকে দেশব্যাপী ‘জেন-জি’ তরুণদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। সেদিন পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে পুলিশি বাধায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন।

পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরদিন সকালে কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। তবে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি অনুকূলে থাকায় শেষমেশ প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন।