৯ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে খারাপ অবস্থায় ভারত
গত কয়েক মাস ধরেই বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত ফুটবল দল। এবার ফিফা র্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়ল। বর্তমানে ১৩৩তম স্থানে আছে দলটি, যা গত ৯ বছরের মধ্যে ভারতের সবচেয়ে বাজে অবস্থান।
তবে এমন বাজে অবস্থার জন্য ফিফারই দায় দেখছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। তার দাবি, ফিফার নীতির কারণেই নাকি র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছে ভারত।
এদিকে ফিফার র্যাঙ্কিং মূলত ‘এলো’ মডেলের ভিত্তিতে ঠিক হয়ে থাকে। সহজ করে বললে, কেবল বর্তমান নয়, প্রতিটি দলের অতীত পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়। একইসঙ্গে যে দলের বিরুদ্ধে খেলা হচ্ছে, সেই দলের র্যাঙ্কিংও এক্ষেত্রে গুরুত্ব পেয়ে থাকে। ভারতের পিছিয়ে যাওয়ার পেছনে এই বিষয়টিকেই দায়ী করছেন কল্যাণ।
তার ভাষ্যমতে, 'র্যাঙ্কিং ঠিক করার সময় দলের অতীতের পারফরম্যান্সও দেখা হচ্ছে। এই পদ্ধতিতে পয়েন্ট যোগ-বিয়োগ হচ্ছে। কোনো দল কতগুলো ম্যাচ খেলল, কার কার বিরুদ্ধে খেলল, তাদের র্যাঙ্কিং কোথায়, সব দেখা হচ্ছে। তাই আমরা নিচে নামছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন ভারত ছিল ৯৯ নম্বরে। দু’বছরে আমরা ১৩৩ নম্বরে নেমে গিয়েছি।'
নতুন সভাপতি কল্যাণ দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে হেরেছে ভারত। এসব পরাজয়ই বড় ধাক্কা দিয়েছে ভারতকে।
এ নিয়ে কল্যাণ বলেন, ১৯৯২ সালের ডিসেম্বরে যখন ফিফা প্রথম র্যাঙ্কিং প্রকাশ করেছিল, তখন ভারতের অবস্থান ছিল ১৪৩। সেখান থেকে ১৯৯৬ সালে আমরা ৯৪ নম্বরে উঠেছিলাম। আবার ২০১৫ সালে ১৭৩ নম্বরে নেমে গিয়েছিল দল। তার তিন বছর পর আবার ৯৭-এ উঠেছিলাম। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, আমাদের উত্থান-পতন।