মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে মেসির
ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দুর্দান্ত সময়ই কাটছিল। তবে অনাকাঙ্ক্ষিত এক চোট ব্যাঘাত ঘটায় মেসির সেই সুখকর মুহূর্তে। গেল ৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন রেকর্ড আটবারে ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। যে কারণে সোমবার (১১ আগস্ট) ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে খেলবেন না তিনি। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামি কোচ হ্যাভিয়ের মাসচেরানো।
এ নিয়ে মাসচেরানো বলেন, ‘লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া, বোকামি হবে। আমরা আশাবাদী, সে দ্রুত ফিরবে।’
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এমএলএসে এখন পর্যন্ত মেসির ঝুলিতে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে, যা ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
এদিকে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর শনিবার লস অ্যাঞ্জেলস এফসিকে আতিথ্য দেবে মায়ামি। এছাড়া ২০ আগস্ট ফোর্ট লডারডেলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএল।