১০ আগস্ট ২০২৫, ১৩:৪৪

‘কেন, কোথায়, কীভাবে মরল’—উয়েফাকে প্রশ্ন মোহাম্মদ সালাহর

সুলেইমান আল-ওবেইদ এবং মোহাম্মদ সালাহ  © সংগৃহীত

সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ‘ফিলিস্তিনি পেলে’ খ্যাত সুলেইমান আল-ওবেইদ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে ফিলিস্তিনি কিংবদন্তি কীভাবে নিহত হলেন, সেই পোস্টে সে প্রসঙ্গে কিছুই জানানো হয়নি। 

বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। উয়েফার দেওয়া শ্রদ্ধাবার্তায় মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এই মিশরীয় তারকা।

গেল বৃহস্পতিবার ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানায়, সুলেইমান আগের দিন দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন। ৪১ বছর বয়সী সুলেইমানকে ‘ফিলিস্তিনের পেলে’ বলা হতো। ২৪টি আন্তর্জাতিক ম্যাচে শতাধিক গোল করেছিলেন সুলেইমান।

এ নিয়ে শুক্রবার ইউরোপীয় ফুটবল সংস্থার এক্স পেজ থেকে সুলেইমানের স্মরণে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘বিদায় সুলেইমান আল-ওবেইদ, “ফিলিস্তিনি পেলে”। একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি ঘোর দুঃসময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।’

শনিবার (৯ আগস্ট) সালাহ উয়েফার সেই পোস্ট শেয়ার করে সংস্থাটির প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’

এর আগে, গেল ২৯ জুলাই ফিলিস্তিন অলিম্পিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কেবল জুলাইয়েই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ৪০ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়, ‘একেকটি দিন যায়, আর ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে বিয়োগান্ত ঘটনার নতুন অধ্যায় যোগ হয়।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকেই প্রায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং ৪৯১ জন আহত হয়েছেন।