৩০ জুলাই ২০২৫, ১৬:৩৭

নারী ফুটবলেও প্রবাসীর ছোঁয়া, অপেক্ষা ট্রায়ালের

আনিকা সিদ্দিকী  © সংগৃহীত

দেশের ফুটবলে উন্মাদনা এখন তুঙ্গে। এর অন্যতম প্রধান অনুষঙ্গ ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ (ইপিএল) মাতানো হামজা চৌধুরী এবং কানাডা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো সোমিত সোম। তাদের ছোঁয়ায় নতুন আবহ পেয়েছে দেশের ফুটবল।

এবার জামাল ভূঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ’র পর বাংলাদেশ দলে খেলতে প্রবাসী নারী ফুটবলারও আসতে আগ্রহী। মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগেই তাদের আনার চেষ্টা চলছে। এর মধ্যে বাংলাদেশে এসে কথা বলতেও রাজি হয়েছেন দু’জন। আরও দু’জনের সঙ্গে আলোচনা চলমান। তবে আসন্ন এএফসি এশিয়ান কাপের আগেই সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীকে দলের সঙ্গে যুক্ত করতে চায় বাফুফে। 

অবশ্য ২০২৩ সালে বাংলাদেশে ট্রায়াল দিয়ে গিয়েছিলেন তিনি। সুইডিশ কাপে শীর্ষ স্তরের ক্লাব আইএফ ব্রোমাপোজকর্ণের সিনিয়র দলের প্রতিনিধিত্ব করেছেন আনিকা। ট্রায়ালে ভালো করলে জাতীয় দলে জায়গা পেতে পারেন তিনি। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জহুরা ও সাইরাও আলোচনায় আছেন।

এ প্রসঙ্গে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘পাসপোর্ট সংক্রান্ত ঝামেলা ছিল। তবে এখন সেটা একটা পর্যায়ে এসেছে। তাকে (আনিকা) হয়তো আমরা ট্রায়ালের জন্য ডাকব, যদি সে রাজি থাকে।’