২৯ জুলাই ২০২৫, ১৭:২৪

এশিয়ান কাপে ‘মৃত্যুর গ্রুপে’ বাংলাদেশ, জানা গেল ম্যাচসূচি

বাংলাদেশ দল  © সংগৃহীত

আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে গড়াবে নারী এশিয়ান কাপ। মঙ্গলবার (২৯ জুলাই) টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলেও আগেই নির্ধারিত ছিল ফিকশ্চার ও ফরম্যাট। এই টুর্নামেন্টে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের তৃতীয় দল হওয়ায় সিডনি ও পার্থ; এই দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল অস্ট্রেলিয়া। গ্রুপের তিনটি ম্যাচ তিন ভেন্যুতে খেলবে তারা। এতে ‘এ’ গ্রুপের অন্য দুটি দলকেও গোল্ডকোস্ট ছাড়া সিডনি ও পার্থ ভ্রমণ করতে হবে। কেবল গোল্ডকোস্টে তিন ম্যাচ খেলবে ‘এ’ গ্রুপের তৃতীয় দল ইরান।

‘বি’ গ্রুপের ৬ ম্যাচের পাঁচটিই সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে হবে। কেবল ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে হবে। ফলে, তৃতীয় ম্যাচের জন্যে বাংলাদেশ এবং উজবেকিস্তানকে পার্থ রওনা হতে হবে। অবশ্য ভেন্যু ও তারিখ থাকলেও এখনও ম্যাচের সময় দেয়নি স্বাগতিক অস্ট্রেলিয়া কিংবা এএফসি।

অন্যদিকে ‘সি’ গ্রুপের ৬ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই পার্থে হবে। তবে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পার্থ থেকে সিডনিতে যাবে ভারত ও চাইনিজ তাইপে।

১২ দলের টুর্নামেন্টে নকআউটের জন্য লড়বে তিন গ্রুপে থাকা ৪টি করে দল। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও শেষ আটে জায়গা পাবে।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপপর্বের সূচি :

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৩ মার্চ, ২০২৬ চীন সিডনি
৬ মার্চ, ২০২৬ উত্তর কোরিয়া সিডনি
৯ মার্চ, ২০২৬ উজবেকিস্তান পার্থ