১৫ জুলাই ২০২৫, ১৮:৩২

দুই ভেন্যুতে এক ম্যাচ! বাংলাদেশেই হচ্ছে ‘বিচিত্র’ এই ঘটনা

বাংলাদেশ-ভুটান ম্যাচ   © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বিরল এক ঘটনা ঘটতে যাচ্ছে। ম্যাচের প্রথমার্ধ বসুন্ধরা কিংস অ্যারেনার মূল স্টেডিয়ামে, আর দ্বিতীয়ার্ধ কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ফুটবলে এমন নজির দুষ্প্রাপ্য, আর এক ম্যাচে দুই ভেন্যুতে খেলার এই নজির দীর্ঘদিন মনে রাখবে দেশের ক্রীড়ামোদীরা। ফুটবল বিশ্বেও এমন ঘটনা খুঁজে পাওয়া কঠিন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ মাঠে গড়ায়। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়।

অক্লান্ত পরিশ্রমের পরও মাঠ খেলার উপযোগী করতে পারেননি মাঠকর্মীরা। ফলে, দুই দলের সঙ্গে আলোচনা শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে সরিয়ে নেওয়া হয়। কৃত্রিম টার্ফে তৈরি বিকল্প এই মাঠে সন্ধ্যা পৌনে ৭টায় খেলা শুরু হবে।

বর্ষায় প্রায়ই কাদা হয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যা রেনার মূল মাঠ। এতে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কাও দেখা দিচ্ছে।