০৭ জুলাই ২০২৫, ২০:২১

পুরস্কার পাচ্ছেন নারী ফুটবলাররা, ঘোষণা এল অবশেষে

বাংলাদেশ দল  © সংগৃহীত

প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল, যা দেশের ফুটবলে ঐতিহাসিক ঘটনা। বাঘিনীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা জয়ের পর দিন বাফুফে ভবনে এক কোটি পুরস্কার ঘোষণা করেছিলেন উপদেষ্টা। এক সপ্তাহের মধ্যে ফুটবলারদের সেই অর্থ প্রদান করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

এদিকে রোববার (৭ জুলাই) হাতিরঝিলে গভীররাতে বাফুফে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো ঘোষণা আসেনি। এমনকি নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা এখনও বুঝেই পায়নি নারী ফুটবলাররা। অথচ শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান ফেডারেশনের কর্তারা!

যদিও সংবর্ধনার আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অতীতের ন্যায় ভবিষ্যতেও নারী দলের পেছনে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তবে এমন পেছনে থাকা নারী দলের জন্য কতটা আর্শিবাদ হয়ে উঠবে, তা নিয়ে জল্পনা-কল্পনা।

এছাড়া মাত্র কয়েকজন নারী ফুটবলারই মাসে ৫৫ হাজার টাকা সম্মানি পান। দেশে কোনো ঘরোয়া লিগও নেই। ফলে, নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট। আর এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেওয়ার পরও বাফুফে বসের কাছ থেকে কোনো আর্থিক ঘোষণা না আসায় হতাশ ফুটপ্রেমীরা। অনেকের মতে, এতে পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানই হয়েছে।