কলম্বিয়ার বিপক্ষে মান বাঁচানো ড্র ১০ জনের আর্জেন্টিনার

১১ জুন ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ

আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ © এএফপি

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শকদের সামনে শুরুতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল আর্জেন্টিনা। প্রায় এক দশক পর হারের শঙ্কাও জেগেছিল। তবে প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে অনেক আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তাই বাকি ম্যাচগুলো কেবলই নিয়মরক্ষার। তবে, জয়ের ধারা বজায় রাখতে পারলো না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন স্বাগতিক দর্শকদের প্রথমার্ধেই স্তব্ধ করে দেন লুইজ দিয়াজ। ম্যাচের ২৪তম মিনিটে অসাধারণ এক গোল করে কলম্বিয়াকে লিড এনে দেন লিভারপুল তারকা।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের ৭০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ।

ম্যাচের ৮১তম মিনিটে স্বস্তিতে ফেরে আর্জেন্টাইনরা। অসাধারণ এক গোলে সমতা আনেন তরুণ তারকা থিয়াগো আলমাদা। তার এই গোলে শেষপর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬