মেসিকে নামানোর পরই গোল, সমতায় ফিরল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাই পর্বে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরেছে আর্জেন্টিনা। আজ বুধবার (১১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক মাস মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
ম্যাচের প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। কলম্বিয়া এগিয়ে যায় প্রথমে, তবে আর্জেন্টিনা দ্রুতই ম্যাচে ফিরে আসে। দলটির হয়ে একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার তিয়াগো এসেকিয়েল আলমাদা। তার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।
এর আগে, ম্যাচের ৭৭তম মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ খেলোয়াড়রা। মাত্র চার মিনিট পর, অর্থাৎ ৮১তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা।
রিভার প্লেটে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কলম্বিয়া। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ডরা। আর্জেন্টিনাও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। তবে কলম্বিয়ার কিপার মিয়েরের দুর্দান্ত সেভে সেটা হয়নি।
অবশেষে ২৪ মিনিটের মাথায় ডেডলক ভাঙে কলম্বিয়া। কাস্তানোর পাসে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন লুইস দিয়াজ। ২৮ মিনিটে অল্পের জন্য গোল পাননি হামেস রদ্রিগেজ। প্রথমার্ধের শেষভাগে এঞ্জো ফার্নান্দেজ গোল পেলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। কাস্তানোকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফার্নান্দেজ। ১০ জনের দল নিয়ে ধুঁকছিল আর্জেন্টিনা। এক পর্যায়ে মেসিকেও মাঠ থেকে উঠিয়ে নেন কোচ।
আর্জেন্টিনা যখন হারের প্রহর গুনছে, ঠিক তখনই দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয় আলমাডা। বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলম্বিয়া।