১০ জুন ২০২৫, ২১:২৬

সুযোগ মিসের মহড়ায় সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার

সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ  © সংগৃহীত

রক্ষণের ভুল আর গোল মিসের মহড়া—সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশকে ডুবিয়েছে এ দুটিই। অথচ জাতীয় স্টেডিয়ামে একচ্ছত্র প্রাধান্য ছিল বাংলাদেশেরই। বারবার আক্রমণে উঠে একের পর এক সুযোগ তৈরি করেছিলেন হামজা চৌধুরী, শমিত সোম, মুরাসালিনরা। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারই সঙ্গী হাভিয়ের ক্যাবরেরার দলের।

শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে নড়বড়ে মনে হচ্ছিল। ফলে, প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে স্বাগতিক দল। বিরতি থেকে ফিরে রাকিব একটি শোধ করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।

প্রথমার্ধের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত সিঙ্গাপুর। তবে জর্ডানের হেডে সহজ সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি সং উই ইয়াং। অল্প দূরত্ব থেকে শট নিয়েও গোলপোস্টে রাখতে পারেননি।

ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের বড় বিপদ থেকে বাঁচান মিতুল মারমা। ইখসান ফান্দির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলকিপার।

বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের শমিত সোম। তবে প্রত্যাশিত গোলের দেখা মেলেনি। এছাড়া তরুণ ফাহামেদুলও বেশ কয়েকবার বল নিয়ে সিঙ্গাপুরের বক্সের দিকে তেড়ে গিয়েছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আসেনি গোল।

ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সফরকারীরা। এ সময়ে বলটা ধরতে পারেননি লাল-সবুজের গোলকিপার মিতুল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে ডান দিকে ঢেলে দেন সিঙ্গাপুরের একজন।

সেখানে সুযোগ বুঝেই শট নেন সং উই ইয়াং। বেশ খানিকটা দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী। তবে ততক্ষণে বিপদ হয়ে গেছে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে এসে ব্যবধান কমায় বাংলাদেশ। হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানান রাকিব।

দ্বিতীয়ার্ধে বেশকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৫৯তম মিনিটে আরেকবার বাংলাদেশের জালে গড়ায় সিঙ্গাপুর। গোলকরেন ইকসান ফান্দি।