০২ জুন ২০২৫, ১৯:১০

হাত দিয়ে গোলে ‘অদ্ভুত’ ব্যাখ্যা নেইমারের

নেইমার জুনিয়র  © সংগৃহীত

নিজের ক্যারিয়ারে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রভাব নিয়ে বহুবার কথা বলেছেন নেইমার জুনিয়র। ম্যারাডোনার সঙ্গে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সাক্ষাৎ-ও হয়েছে। তবে ম্যারাডোনার মত ‘হ্যান্ড অব গড’–গোলের অনুকরণ করতে গিয়ে উল্টো নেইমারের জন্য বুমেরাং হয়েছে। নিজে লাল কার্ড দেখার পাশাপাশি দল সান্তোসের জন্যও বিপদ ডেকে আনেন। তার এমন নির্বুদ্ধিতায় শেষমেশ হার নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। এমন কর্মকাণ্ডের পর মাঠের বাইরে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন নেইমার। এবার অবশ্য ক্ষমা চেয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যদিও ‘অদ্ভুত’ ব্যাখ্যাই দিয়েছেন তিনি।

এদিন গোলশূন্য সমতায় ম্যাচের ৭৫ মিনিট শেষ হয়েছিল। এমন সময়ই ভুলটি করে বসেন নেইমার। সান্তোসের একটি আক্রমণ রুখে দেন বোতাফোগো গোলকিপার, আর বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি নেইমাররা। উল্টো পেনাল্টি এরিয়ার এক রিবাউন্ডে ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে গোল করেন নেইমার। সঙ্গে সঙ্গেই বোতাফোগো খেলোয়াড়দের ঘিরে ধরা ও রেফারির হস্তক্ষেপ—দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ডে নেইমারের বিদায়ঘণ্টা রচনা করেন রেফারি।

এরপর ম্যাচের ৮৬তম মিনিটে একমাত্র গোলটি করে জয় তুলে নেয় বোতাফোগো। এই হারে ব্রাজিলিয়ান লিগের ২০ দলের মধ্যে ১৮তম স্থানে নেমে গেছে সান্তোস। ১১ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে তারা।

আরও পড়ুন: স্থগিত এশিয়া কাপ

এদিকে ইনস্টাগ্রামের স্টোরিতে এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা করেছেন নেইমার। তার ভাষ্যমতে, ‘গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি। ভুল করেছি, দয়া করে ক্ষমা করবেন! আজ যদি লাল কার্ড না পেতাম, আমরা নিশ্চিত তিন পয়েন্টই পেতাম। এই ৩ পয়েন্ট আমার হিসাবে জমা রাখা হোক।’

আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে নেইমারের। লাল কার্ড দেখায় আগামী বৃহস্পতিবার ফোর্তালেজার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। আর সান্তোসের সঙ্গে নেইমার চুক্তি নবায়ন করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে, চুক্তি না বাড়লে এটি হয়ে থাকছে সান্তোসের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ।