সোমবার আসছেন হামজা, দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে অনুশীলন
সবশেষ ২০২০ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার দীর্ঘ প্রায় ৫৫ মাস পর আরেকটি প্রীতি ম্যাচ দিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজেরা। এরপর ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে শনিবার শুরু হয় জাতীয় ফুটবল দলের মাঠের অনুশীলন। প্রথম দিনে ঢাকা স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে তা সরিয়ে কিংস অ্যারেনায় নেওয়া হয়েছিল। রোববার (১ জুন) বিকেলেও ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা। তবে অনুশীলনের পুরোটাই ক্লোজ-ডোর ছিল। এদিন ঘণ্টা দেড়েকেরও বেশি শিষ্যদের অনুশীলন করিয়েছেন ক্যাবরেরা।
২৬ জনের প্রাথমিক দল থেকে ২৪ জন নিয়ে অনুশীলন শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী আর কানাডা প্রবাসী শমিত সোম ছাড়া সবাই অনুশীলনে ছিলেন। এর মধ্যে প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। গত ২৮ মে ঢাকায় আসেন তিনি।
জানা গেছে, সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে আসবেন হামজা আর পরদিন আসবেন শমিত। তারা এলেই পূর্ণতা পাচ্ছে ক্যাবরেরার ক্যাম্প।
এদিকে বাফুফে সূত্র জানিয়েছে, ভুটানের বিপক্ষে শমিত খেলবেন না। আর হামজা খেলবেন কি না, তা কেবলই তার ওপর নির্ভর করছে। তবে পুরো ম্যাচে না খেললেও কিছু সময়ের জন্য হামজাকে নামাতে পারেন ক্যাবরেরা।