২৮ মে ২০২৫, ১৭:১০

হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড

হামজা, সমিত, ফাহামিদুল  © সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে আগেই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার হোম ভেন্যুতে অভিষেকের অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। অন্যদিকে সব প্রক্রিয়া শেষ করে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সোমিত সোম। এছাড়া ইতালি লিগ মাতানো ফাহমিদুলও ইতোমধ্যে বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন।

এবার তাদের নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্ব ও ৪ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ সদস্যের প্রাথমিক এই স্কোয়াডে আরও বেশ কয়েকজন ফুটবলারও ফিরেছেন। দীর্ঘদিন পর স্কোয়াডে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড সুমন রেজা। তবে বাদ পড়েছেন ভারতের বিপক্ষে খেলা চন্দন রায়।

আগামী শুক্রবার (৩০ মে) থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ইতোমধ্যেই ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। সকাল ৮টা নাগাদ ইতালির রোম থেকে ঢাকায় পৌঁছান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২ বা ৩ জুন ঢাকায় এসে পৌঁছাবেন হামজা চৌধুরী। আর ৪ জুন ঢাকায় পা রাখার কথা সামিত সোমের।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ

রক্ষণভাগ:  শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মধ্যভাগ: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম

আক্রমণভাগ: ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা।