২৫ মে ২০২৫, ১৫:১৪

হামজাদের ক্যাম্প ঘিরে লিগের সূচিতে পরিবর্তন

হামজাদের ক্যাম্প   © সংগৃহীত

আগামী ১০ জুন ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচের প্রস্তুতির জন্য প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা ৪৮ ঘণ্টা এগিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লাবগুলোকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং লিগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত ফিকশ্চার এরই মধ্যে পাঠানো হয়েছে।

আগামী ২৯ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচটি ম্যাচ ছিল। সেখান থেকে ৪টি ম্যাচ ম্যাচ দুদিন এগিয়ে এনেছে বাফুফে। তবে ২৯ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি। ৪ দলের ম্যাচ এগিয়ে আনার একমাত্র কারণ কিছুটা আগেভাগে জাতীয় দলের ক্যাম্প শুরু করা।

মূলত আগামী ৩১ মে থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা ছিল বাফুফের। তবে লিগের চারটি ম্যাচ এগিয়ে আসায় জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনক্ষণও একদিন এগিয়েছে। আগামী ২৭ মে ৮ দলের খেলা শেষে দুদিন বিশ্রামের সুযোগ পাবেন ফুটবলাররা, যা কি না জাতীয় দলের প্রস্তুতিতে সহায়ক হবে।

এদিকে ১০ জুন হাইভোল্টেজ ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে। আগামী ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে হতে পারে ম্যাচটি। এজন্য ১ বা ২ জুন ঢাকায় আসতে পারে সফরকারীরা।