ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার (১১ মে) বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে যুবারা।
প্রথম ম্যাচের মতো আজও প্রথমার্ধে ২ গোলের লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জাল খুঁজে নেন মুর্শেদ আলী। কিছুক্ষণ পরই মুর্শেদ আলীর অ্যাসিস্টে গোল করেন সুমন সরেন। এছাড়া ম্যাচের একদম অন্তিম মুহূর্তে সমন্বিত আক্রমণে ভুটানের জালে বল ঠেলে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
এতে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল রয়েছে। এর মধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।
এদিকে সেমিফাইনাল নিশ্চিত করলেও এখনও গ্রুপ সেরা হতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে মালদ্বীপ। ওই ম্যাচে ৩-০ গোলের চেয়ে বড় ব্যবধানে জয় পেলেই গ্রুপের সেরা হবে মালদ্বীপ। এক্ষেত্রে গ্রুপ ‘বি’ থেকে ভারত সেরা দল হলে স্বাগতিকদের এড়ানোর সুযোগ পাচ্ছে তারা।