০৮ মে ২০২৫, ০৯:০১

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি

পিএসজির উদযাপন   © সংগৃহীত

প্রথম লেগে ১-০ গোলের জয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল পিএসজি। দরকার ছিল, ঘরের মাঠে শুধু হার এড়ানো। আজ পার্ক দ্য প্রিন্সেসেও জয়ই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ফ্যাবিয়ান রুইস-আশরাফ হাকিমিরা। এতে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে ফাইনালে পা রেখেছে প্যারিসিয়ানরা। আগামী ৩১ মে মিউনিখে ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

এদিন ম্যাচের চতুর্থ ও অষ্টম মিনিটেই দুবার গোলের সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার প্রতিরোধে আসেনি সাফল্য। এরপর ম্যাচের গতির সঙ্গে সঙ্গে আক্রমণের ধারও বাড়িয়েছে পিএসজি। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

ম্যাচের ২৭তম মিনিটে ফরাসি জায়ান্টদের এগিয়ে দেন রুইস। বক্সে আসা বল বুকে নামিয়ে বুলেট গতির শটে জালে জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার। বল নাগালেই পাননি আর্সেনাল গোলকিপার। চ্যাম্পিয়নস লিগে এটিই প্রথম গোল রুইসের।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে আর্সেনালও। ম্যাচের ৬৪তম মিনিটে সেই সম্ভাবনাও বাড়িয়েছিলেন বুকায়ো সাকা। তবে তার জোরাল শট এক হাতেই রুখে দেন দোন্নারুম্মা।

ম্যাচের ৭২তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। দেম্বেলের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে জোরাল শটে বল জালে পাঠান হাকিমি। এই গোলের পর দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে ৪ মিনিট পরে জালে বল পাঠিয়ে কেবলই হারের ব্যবধান কমান সাকা ।