বিদেশগামী ১০ হাজার শিক্ষার্থী টিকা নিয়েছেন
উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক প্রায় ১০ হাজার শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন এবং বাকি নিবন্ধিত শিক্ষার্থীরাও এ মাসের মধ্যে টিকা পাবেন বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত ২২ হাজার ২১৭ জন বিদেশগামী শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং এর মধ্যে ১৯ হাজার ৬৪৯ জনের তালিকা আইসিটি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নিবন্ধন করার শেষ সময় আমরা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করেছি এবং আশা করছি, বাকি যে কয়েক হাজার ছাত্রছাত্রী রয়েছেন তারা দ্রুত নিবন্ধন করে ফেলবেন।
তিনি জানান, যারা আবেদন করেছিলেন এর মধ্যে এক হাজার ২১১ জনের আবেদন অসম্পূর্ণ থাকায় তাদের পুনরায় সঠিকভাবে আবেদন পূরণ করে পাঠাতে বলা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে আগস্টের ভেতর শিক্ষার্থীরা দ্বিতীয় টিকা নিয়ে সেপ্টেম্বরে বিদেশে যেতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।