২০ নভেম্বর ২০২৪, ১৬:১৬

আমেরিকায় শিক্ষার্থী পাঠানোর তালিকায় বড় লাফ বাংলাদেশের

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছেছে। গত আট বছরে এ সংখ্যা বেড়েছে ১০ হাজারের মতো। ‘দ্য ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-এর ২০২৪ সালের দেওয়া এ তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেকর্ড সাড়ে ৩ হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে গেছেন।

ওপেন ডোরস বলছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ১৩ হাজার। এক বছরেই সে সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ, যা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ১৩তম থেকে অষ্টম স্থানে নিয়ে এসেছে বাংলাদেশের অবস্থান। 

এ ছাড়াও গত দশ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-২০১৪ সালে যেখানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৮০২ জন, সেখানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তা বেড়ে ১৭ হাজার ৯৯ এ পৌঁছেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতিবছর এই ‘ওপেন ডোরস রিপোর্ট’ প্রকাশ করে থাকে। এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও প্রি-অ্যাকাডেমিক ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির তথ্য তুলে ধরা হয়।