স্নাতকদের গবেষণায় ফেলোশিপ
স্নাতক প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ-২০১৮’ প্রদানের উদ্যোগ নিয়েছে গেøাবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।
সংগঠন দুটির সমন্বিত উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এই কর্মসূচি শুরু হলো। প্রাথমিক পযায়ে প্রতি প্রস্তাবনায় ৭ হাজার করে মোট ৪টি ফেলোশিপ প্রদান করা হবে। স্নাতক ছাত্রছাত্রীদের প্রাইমারি প্রাথমিক গবেষণা প্রস্তাবনা থেকে যাচাই-বাছাই করে এই ফেলোশিপ প্রদান করা হবে।
প্রথমবারের মতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যদের কাছ থেকে এই প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। এডুকেশন, হেলথ, জেন্ডার স্টাডিজ, পলিটিকস, ল, ইথিকস-রিলিজওন, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোসাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, মিডিয়া, বিজনেস, ট্রেড অ্যান্ড ট্যুরিজম; বিষয়ের উপর ব্যক্তিগত বা গ্রুপভিত্তিক প্রস্তাবনা জমা দেয়া যাবে।