নারী নির্যাতন বন্ধে তামিম-মুশফিকদের ভিডিও বার্তা (ভিডিও)

নারী নির্যাতন বন্ধে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা
নারী নির্যাতন বন্ধে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা  © সংগৃহীত

দেশে একের পর এক নারী ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের ঘটনার নিন্দা জানিয়ে একসঙ্গে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের পাঁচ জন তারকা ক্রিকেটার। তারা নারী নির্যাতন বন্ধের পাশাপাশি তাদের সম্মান দেয়ার আহবান জানিয়েছেন।

‘সম্মান দূর করতে পারে অবমাননা ও সহিংসতা’ ক্যাপশানে ভিডিওটি পোস্ট করে মুশফিকুর রহিম বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার বোনদের নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।’

আরেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে এতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’ 

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আসুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যদের কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’

সবশেষে ওপেনার সৌম্য সরকার বলেন, ‘নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’ 


সর্বশেষ সংবাদ