দরিদ্র শিক্ষার্থীর অর্থ সহায়তা দিল সালমা আদিল ফাউন্ডেশন

  © সংগৃহীত

দরিদ্র শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আর্থিক সহায়তা করেছে সালমা আদিল ফাউন্ডেশন। মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নগদ এ অর্থ সহায়তায় পৃষ্ঠপোষকতা করেন কঙ্গোর অনারারি কনসাল ও মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দীন আদিল।

সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ার খানদীঘি হাইস্কুল মিলনায়তনে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র নাথের সভাপতিত্বে এ শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বাংলাদেশের আর্থিক ও সামাজিক বাস্তবতায় দরিদ্র মেধাবীদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু সহায়তাই মেধার বিকাশে অনেক বড় ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ, সহকারী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন, অলি আহমদ সওদাগর, নুরুল ইসলাম, মৌলানা কামাল উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ