গার্দিওলার সঙ্গে আলোচনা করে বার্সা ছাড়ার সিদ্ধান্ত মেসির!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০১:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২০, ০১:০৮ PM
কাতালান ক্লাব বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। বোমা ফাটানোর মতো এই সংবাদ প্রকাশ করে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। একই খবর প্রকাশ করে রেডিও কাতালুনিয়া জানিয়েছে, মেসি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আরও সপ্তাহখানেক আগে থেকে ভাবছিলেন।
মেসি ভবিষ্যৎ গন্তব্যও ঠিক করে রেখেছেন বলে খবরে জানানো হয়েছে। সেজন্য তিনি নাকি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা করেছেন।
মেসির বার্সেলোনা ছাড়ার খবর প্রকাশ পেলে কোথায় হবে তার পরবর্তী গন্তব্য? তা নিয়েই এখন আলোচনা। আর সবচেয়ে বড় গুঞ্জন গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ঘিরে। মেসির বড় বেতন দেওয়ার মতো ক্ষমতা যে ক্লাবগুলোর রয়েছে, তার মধ্যে অন্যতম সিটি।
রেডিও কাতালুনিয়া জানিয়েছে, আগেই গার্দিওলার সঙ্গে আলোচনা করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের উত্থান এ কোচের হাত ধরেই। সিটি কোচ তাকে আশ্বস্তও করেছেন। এরপরই বার্সাকে বিদায় বলার সিদ্ধান্ত নেন মেসি।
ইএসপিএনের সাংবাদিক রদ্রিগো ফায়েজ ও মোসেস লোরেন্সও একই কথা জানিয়েছেন। রেকর্ড ছয়বারের ব্যালন ডিঅরজয়ী মেসিকে সব সহায়তা করার কথা জানান সিটি কোচ। তখন থেকেই মেসিকে দলে টানার ছক কষছে ইংলিশ ক্লাবটি।
গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে সিটি। সদ্য শেষ হওয়া মৌসুমে দ্বিতীয় স্থান লাভ করে তারা। তবে ক্লাবটির মূল লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে এখনও দূরে গার্দিওলা।