রায়হানের কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ান
বাংলাদেশি তরুণ রায়হানকে মালয়েশিয়ায় গ্রেপ্তার এবং এর পরবর্তী ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এক মালয়েশিয়ান। ওয়ালকসি নামের ওই ব্যক্তি তার এক টুইট বার্তায় ক্ষমা চান। শনিবার (২২ আগস্ট) রাতে ওই টুইট করার পর অনেকে তাদের মতামত জানিয়েছেন।
টুইট বার্তায় ইংরেজিতে তিনি লিখেছেন, ‘প্রিয় রায়হান, মালয়েশিয়ান হিসেবে আমি লজ্জিত। দেশের কর্তৃপক্ষ আপনাকে অযথা কষ্টের মধ্যে রেখেছে। ক্ষমা করুন। অন্য কারও পক্ষ থেকে নয়, ব্যক্তিগতভাবে আমি এক মালয়েশিয়ান হিসেবে ক্ষমা চাইছি আপনার কাছে। আমি খুশি, আপনি নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। আশা করছি, আপনার ভালো দিন আসুক। সৃষ্টিকর্তা রহমত করুক, শুভ কামনা।’
এর আগে দেশটির বিভিন্ন নাগরিক সংগঠনও রায়হানের গ্রেপ্তারের প্রতিবাদ করেন। মালয়েশিয়ার আইনজীবীদের সংগঠন ল’ইয়ারস ফর লিবার্টি (এলএফএল) বিবৃতি দিয়ে বলে, রায়হানের বিপক্ষে অভিযোগ নিপীড়নমূলক। আল-জাজিরার প্রতিবেদনে তার বক্তব্যটি তারা দেখেছেন।
তারা বলেন, খুব সূক্ষ্মভাবে বিচার করলেও আইনের কোনো লঙ্ঘন ঘটেনি। কেবল অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে হতাশার কথা ব্যক্ত করেছিলেন রায়হান।
এলএফএল বলছে, রায়হানের বিরুদ্ধে অভিযোগ এবং ওয়ার্ক পারমিট বাতিল করা অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৯(১) (সি) ধারার পরিপন্থি। কারণ কেউ রাষ্ট্রবিরোধী কিছু বললেই ওয়ার্ক পারমিট বাতিল হতে পারে। কিন্তু রায়হান তেমন কিছু বলেননি। কাজেই তার বিরুদ্ধে অভিযোগ টিকবে না বলে সংস্থাটি মনে করে।