১৯ আগস্ট ২০২০, ১১:১৪

নিষিদ্ধ হতে পারেন নেইমার!

  © সংগৃহীত

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে নিজের দল পিএসজি। আনন্দে নিয়মনীতি ভুলে যাওয়াই স্বাভাবিক। আর সেই ভুলই করে বসেছেন পিএসজির তারকা নেইমার। ফলে নিষিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে দলটির ব্রাজিল তারকার।

সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দল। গোল করেছেন মার্কিনহোস, ডি মারিয়া ও হুয়ান বের্নাত। অথচ কোয়ার্টার ফাইনাল পেরোতেই ঘাম ছুটে যেত তাঁদের। সেই পিএসজিই এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে।

সে কারণেই নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা হওয়াই স্বাভাবিক। সেই আনন্দ উদ্‌যাপন করতে গিয়েই বিপত্তিটা দেখা দিয়েছে। করোনাভাইরাস প্রোটোকল ভেঙেছেন নেইমার। করোনার কারণে ফুটবলে নিয়মনীতির পরিবর্তন এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ম্যাচ শেষে বদল করা যাবে না জার্সি।

অথচ খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতির নমুনা হিসেবে রেওয়াজটি চালু আছে। তবে করোনা সংক্রমণের সময়ে জার্সি বদল করলে জীবাণু সংক্রমিত হতে পারে—এই ভয়ে উয়েফা প্রোটোকল তৈরি করেছে, জার্সি বদল করা যাবে না। কিন্তু সেটাই করে বসেছেন নেইমার।

ম্যাচ শেষের পর লাইপজিগের ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদল করেছেন নেইমার। উয়েফার নতুন নিয়ম মোতাবেক, জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড় এক ম্যাচ নিষিদ্ধ হবে। সঙ্গে সেলফ আইসোলেশন ১২ দিনের।

এই নিয়ম যদি মানা হলে ফাইনালে নিষিদ্ধ থাকবেন নেইমার। তাকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজির। ফাইনালে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁ। ফাইনালের আগে অনাকাঙ্ক্ষিত ঝামেলাতেই জড়িয়ে যাচ্ছেন নেইমার!