গৃহকর্মীকে কোরবানির পশু কিনে দিয়ে প্রশংসায় ভাসছেন মিম

গৃহকর্মীর জন্য কোরবানির পশু কিনে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এটি নিয়ে একটি ছবি ফেসবুকে দিয়ে অনেকের ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে সনাতন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও গৃহকর্মীদের কোরবানির পশু কিনে দেওয়ায় অনেকেই তার প্রশংসা করেছেন।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে গৃহকর্মী ও ড্রাইভারকে পশুর কিনে দিয়েছেন মিম। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন তিনি। পশুর পরিচর্যা করছেন এমন একটি ছবি ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। সেটি অনেকে ট্রল করেন।
তার জবাবে অনেকে হিন্দু হওয়া সত্ত্বেও গৃহকর্মীদের কোরবানি দেয়ার পশু কিনে দেওয়ায় অনেকেই তার প্রশংসা করেন। এছাড়া যারা ট্রল করেছেন তাদেরও জবাব দিয়েছেন।
ফেসবুক পোস্টে ছবিটি দিয়ে মিম লেখেন, ‘ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।’ বৈশ্বিক মহামারীর এই সময়ে নিরাপদে নিজ নিজ জায়গায় ঈদ উৎযাপন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
মিম লেখেন, আমিও আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে ঈদ পালন করবো। ছোট বোনকে মিস করবো। তবেপাশে আছেন মা, বাবা, ড্রাইভার ভাই এবং গৃহকর্মী। বাসার প্রিয় কর্মীদের উদ্দেশ্যে ক্ষুদ্র আয়োজন। জীবনে প্রথমবার ওদের জন্য কিছু করতে পেরে আনন্দ লাগছে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

বাংলাদেশে নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবো না: রিফাত রশিদ

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরি, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও
