লন্ডন গেলেন তামিম ইকবাল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৩:১৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২০, ০৪:১২ PM
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে তিনি রওয়ানা দেন। প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডন পৌঁছাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক ওয়াসিম খান।
জানা গেছে, প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার। লন্ডনে গিয়ে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ না দেখা গেলে ডাক্তারের কাছে যাবেন বাংলাদেশ অধিনায়ক।
মাসখানেক যাবত পেটের পীড়ায় ভোগাচ্ছে তামিম ইকবালকে। প্রায়ই পেটে অসহনীয় ব্যথা অনুভব করছেন। করোনার কারণে দেশের বাইরে গিয়েও চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই প্রথমে দেশেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু দেশে পরীক্ষানিরীক্ষার পর স্থানীয় চিকিৎসকরা সেভাবে রোগ ধরতে পারেননি। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।